Advertisement

জন্মদিনের উপহারের জন্য তৈরি করা হলো 100 কোটি টাকার জুতো

author image
1:40 pm 27 Oct, 2017

Advertisement

অধিকাংশ মানুষ সোনার গহনা দেখেছেন কিন্তু আপনি কি কখনও সোনার জুতো দেখেছেন? ব্রিটেনের ডিজাইনার ডেবি উইহিংগ, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জুতো তৈরি করেছেন। এর আগে ডেবি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পোষাকও তৈরি করেছেন। এই জুতোর দাম 100 কোটি টাকা।

এই জুতোর মধ্যে বিরল পিঙ্ক এবং নীল হীরা লাগানো হয়েছে। জুতোর মধ্যে লাগানো হীরের দাম 8.5 লক্ষ টাকা। 3 ক্যারেটের সাদা হীরা লাগানো হয়েছে। জুতোর চেন তৈরি করা হয়েছে সোনা দিয়ে।

এমনকি জুতোর চামড়া অংশটি 24 ক্যারেট সোনা দিয়ে পেন্ট করা হয়েছে। জুতো সাঁজানোর জন্য আরব জেসমিন ফুলের ব্যবহার করা হয়েছে। ডেবি উইহিংগকে জুতোটি জন্মদিনে উপহার দেবে এমন একজন তৈরি করার অর্ডার দিয়েছে।

সোনা ও ডায়মন্ডের জুতো।

জুতো তৈরীর সময়।


Advertisement

জুতোর ডিজাইন।

ডিজাইনার ডেবি উইঘাং, জুতো বানানোর সময়।

 

মডেল জুতো দেখাচ্ছে।

 

ছবি: মিরর

Advertisement


  • Advertisement