Advertisement

বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম গভীর জলকষ্ট

author image
11:44 am 27 Apr, 2016

Advertisement

বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জল নিয়েই লাঠালাঠি বেধে যাওয়ার অবস্থা। প্রচণ্ড গরম এর পর শুরু হয়েছে জলকষ্ট।পুকুর, কুয়ো শুকিয়ে গেছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, আসানসোল শিল্পাঞ্চল আর বীরভূম ইলাকায়। এখানে দ্রুত নেমে যায় ভূগর্ভস্থ জলস্তর।

সাধারণ মানুষ ত আকাশের দিকে তাকিয়ে রয়েছে, প্রশাসনও তাকিয়ে রয়েছে আকাশের দিকে। কে জানে কবে যে বৃষ্টি নাবে?


Advertisement

ল্যাটেরাইট মাটি এর জনে ছোটোনাগপুর মালভূমির এই অংশে বর্ষা বাদ দিলে জলের সমস্যা সারা বছরই। বলা হয়েছে যে ল্যাটেরাইট মাটির জলধারণ ক্ষমতা বড় দুর্বল।

বাঁকুড়ায় লোকজন জানিয়েছেন যে বড় জলকষ্ট। একই অবস্থা পুরুলিয়ায়।

এই রিপোর্টে জানান হয়েছে যে জলের দাবিতে মঙ্গলবার পুরুলিয়া শহরের দুটি জায়গায় পথ অবরোধ করেন বাসিন্দারা। তেলকল পাড়ায় পুরুলিয়া বাঁকুড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। অবরোধ হয় পুরুলিয়া-বরাকর সড়কেও।

বীরভূমেও সেই দশা। গোটা ইলাকায় ভূগছে জলকষ্ট।

Advertisement


  • Advertisement