Advertisement

আইআরসিটিসি-র উদ্যোগে জল এটিএম, এবার ১ টাকায় পানীয় জল

author image
11:42 am 9 Jun, 2016

Advertisement

আইআরসিটিসি-র উদ্যোগে এবার মাত্র ১টাকায় পাওয়া জাইবে পানীয় জল। এবার দেশের প্রায় ১২০০ রেল স্টেশনে খোলা হচ্ছে জল এটিএম। সৌজন্য আইআরসিটিসি।

ইতিমধ্যেই, দিল্লি রেল স্টেশনে এই ধরনের উদ্যোগ শুরু হয়ে গিয়েছে।

অল্প দিনের মধ্যেই দেশের ১২০০টি রেল স্টেশনে বসানো হবে ৪ হাজার ৫০০টি এই ধরনের ওয়াটার এটিএম, জানিয়েছে আইআরসিটি। ভবিষ্যতে প্রতিটি রেল স্টেশনেই এই উদ্যোগ নেওয়া হবে।


Advertisement

এক টাকার একটি কয়েন এটিএম-এর নির্দিষ্ট স্থানে ফেললেই মিলবে ৩০০ মিলিলিটার জল। এটিএমটি চালানোর জন্য এবং যাত্রীদের সাহায্য করতে থাকবেন একজন করে কর্মী।

Advertisement


  • Advertisement