Advertisement

ইন্টারনেটে ভাইরাল হচ্ছে বিরাট কোহলির মাঠে ঘুমিয়ে পড়ার ছবি

author image
3:40 pm 5 Dec, 2017

Advertisement

এখন টিম ইন্ডিয়া তার ভালো ফর্মে রয়েছে। একের পর এক সিরিজে জয়ী হচ্ছে খেলোয়াড়রা। বিশ্রামের জন্য তাঁরা খুবই কম সময় পাচ্ছেন। খেলোয়াড়দের মধ্যে অনেকেই ম্যাচের মধ্যে বিশ্রামের জন্য সময বের করে নিচ্ছেন। দিল্লির বায়ুদূষণের মধ্যে খেলার জন্য যখন শ্রীলঙ্কার দল মাস্কের ব্যবস্হা করছিল সেই সময বিরাট কোহলি মাঠে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন।

আপনিও ভাবছেন ধোনি যেমন করেছিলেন বিরাটও সেই কাজ করেছে। ধোনি যেমন প্রতিক্রিয়া পেয়েছিলেন এই কাজের জন্য বিরাটও সেই রকম পেয়েছেন। কোহলির ঘুমন্ত ছবি ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। টুইটারে এই ছবি নিয়ে মেমস তৈরি করা হচ্ছে।

সোশ্যালি মিডিয়া ছড়িয়ে গেছে এই ধরনের মজার মেমস। আপনিও দেখুন।

আপনি কি মনে করেন টুইটার ইউজাররা দিনের পর দিন আরও সৃজনশীল হচ্ছে? কমেন্ট দিন।

Advertisement


  • Advertisement