Advertisement

অনুষ্কার আগে বিরাট এই মডেলের সাথে সম্পর্কে ছিলেন, ভাইরাল হয়েছিল ফটো

author image
1:41 pm 11 Dec, 2017

Advertisement

বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা বিয়ের খবর নিয়ে। তবে অনুষ্কার আগে বিরাট আরেক অভিনেত্রীর সাথে সম্পর্কে ছিলেন। তিনি হলেন ইসাবেলা লিটে। ইসাবেলা একজন ব্রাজিলিয়ান মডেল। 2013 সালে তিনি ‘সিক্সটিন’ দিয়ে বলিউডে অভিনয়ে শুরু করেন।

2013 সালে তিনি ‘সিক্সটিন’ দিয়ে বলিউডে পা রাখেন। তাঁর দ্বিতীয় ছবি, ‘পুরানি জিন্স’ (2014)।


Advertisement
2014 সালে একটি সাক্ষাত্কারে ইসাবেলা জানান, তিনি বিরাট কোহলিের সাথে সম্পর্কে আছেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা দুই বছরের সম্পর্কের মধ্যে ছিলাম। এই সম্পর্ক পারস্পরিক সম্মতির সঙ্গে শেষ হয়েছঠে। এখন আমরা ভাল বন্ধু।’

2013 সালে সিঙ্গাপুরে শপিং করার সময় ইসাবেলা ও বিরাটের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। তখন ইসাবেলাকে কেউ জানতো না। এরপর, তাঁর প্রথম বলিউড ছবি মুক্তি পায়। সিঙ্গাুপুরের ঐ ছবিতে বিরাট ও ইসাবেলাকে রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে।

বিরটা কোহলি শৈশব থেকে কারিশমা কাপুরকে পছন্দ করতেন।

Advertisement


  • Advertisement