Advertisement

এই 17 জন বলিউড তারকাদের এই রকম ছবি আগে কখনও দেখেননি

author image
11:19 am 1 Dec, 2017

Advertisement

ক্রিকেটের মতো বলিউডের পেছনেও সবাই পাগল। সিনেমা আমাদের জীবনের উপর অনেক প্রভাব ফেলে। সাধারণত সিনেমার তারকারা আমাদের চলচ্চিত্রের মাধ্যমে হাসায় ও আনন্দ দেয়। কিন্তু তারাও আমাদের মতোই সাধারণ মানুষ। এখানে আমরা আপনাদের এমন 17 জন বলিউড তারকার ছবি দেখাতে যাচ্ছি যেটা আপনারা আগে কখনও দেখেননি।

1. জেনেলিয়া ডি’সুজা

মিলিয়ন ডলার স্মাইল।

2. অনিল কাপুর

3. শাহরুখ খান এবং গৌরী উপস্হিত কাজলের বিবাহের প্রস্তুতিতে

4. শাহরুখ খান এবং গৌরী

ভালবাসা একেই বলে।

5. অমিতাভ বচ্চন এবং জয়া

6. সোনাম কাপুর, হর্ষবর্ধন কাপুর এবং অর্জুন কাপুর

7. শ্রীদেবী

এখন কি বলবেন?

8. জনি লিভার

সিরিয়াস কমেডির সময় ছিল।

9. অনুশকা শর্মা

কেক কে কাটতে চাইছে আমি তো খেতে চাই।

10. মাধুরী দীক্ষিত


Advertisement

11. অনুপম খের

ভাই, কিছু নাও না কেন?

12. বাবার সাথে টাইগার

অনেক বদলে গেছেন!

13. রণবীর সিং

নীরবে রয়েছেন।

14. অরিজিত সিং

সেই দিনের কথা।

15. জন আব্রাহাম

আপনি কি চিনতে পারলেন?

16. শত্রুঘ্ন সিংহের সাথে সোনাক্ষী

এখানে যোগঅভ্যাস চলছে।

17. উর্মিলা মাতন্দকার এবং মহসিন আখতার

শেষে বিয়ে হলো।

Advertisement


  • Advertisement