Advertisement

বলিউডের এই অভিনেতা সেক্সিয়েস্ট এশিয়ান ম্যানের তালিকায় প্রথম স্হানে আছেন

author image
1:22 pm 14 Dec, 2017

Advertisement

যদি বলিউড অভিনেত্রী সেক্সি এবং সুন্দর তাহলে বলিউড অভিনেতারাও কম কিছু নয়। নিজেদের স্টাইল বজায় রাখার জন্য এবং তরুণ প্রজন্মকে প্রভাবিত করার জন্য সবকিছু করেন।

গত সপ্তাহে, ব্রিটিশ প্রকাশনী ইস্টার্ন আই এশিয়ার 50 সর্বাধিক সেক্সী নারী তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকায় শীর্ষে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার 50 জন পুরুষের তালিকা প্রকাশ করেছে।

এবার শহিদ কাপুর এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন।

শহিদের নাম ঘোষণা হওয়ার পর থেকে সব জায়গায় চলছে #ShahidSexiestMan। গত বছর পাকিস্তানি গায়ক জ্যন মালিক প্রথম স্হানে ছিলেন। কিন্তু এইবার শহিদ তাঁকে পেছনে ফেলে দিয়েছেন।


Advertisement

15 ডিসেম্বর সম্পূর্ণ তালিকা বেরোবে। এখনও পর্যন্ত 10 জনের তালিকা প্রকাশিত হয়েছে।

এই খবর আসার পর শহিদ তাঁর খুশি টুইটারে শেয়ার করেছেন।

সেই 10 জনের তালিকায় রয়েছেন-

1) শহিদ কাপুর

2) হৃত্বিক রোশন

3) জায়েইন মালিক

4) ভিভিয়ান ডি সেনা

5) আশিস শর্মা

6) ফাওয়াদ খান

7) সালমান খান

8) গুরমিট চৌধুরী

9) রণবীর সিং

10) বিরাট কোহলি

আপনি প্রথম স্থানে কাকে দেখতে চান?

Advertisement


  • Advertisement