Advertisement

রাস্তার ধুলোয় এই দামী গাড়িগুলি পড়ে থাকার কারণ জানেন?

author image
5:16 pm 18 Sep, 2017

Advertisement

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়ি যেটা কেনার স্বপ্ন দেখেন সেটা যদি রাস্তায় পড়ে থাকতে দেখেন তাহলে আপনি কি করবেন? এই রকমই ঘটনা দেখা গেলো দুবাইতে, যেখানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং বিলাসবহুল গাড়ি রাস্তায় পড়ে থাকার 3000 মামলা পুলিশের কাছে এসেছে।

দুবাইয়ের এয়ারপোর্টে 5 কোটি টাকার ফেরারী এনজোর সুপারকার পাওয়া গেছে। ধুলোয় পড়ে থাকা এই গাড়িটির নাম এবং রেজিস্ট্রেশন নম্বরের সম্বন্ধে পুলিশ কোনও তথ্য পায়নি।


Advertisement
পরপর এতগুলি মামলা সামনে আসার পর এইভাবে রাস্তায় গাড়ি পড়ে থাকার কারণ জানা যায়। দুবাইয়ের শরিয়া আইনের কারণে রাস্তায় এইভাবে গাড়িগুলি পড়ে রয়েছে। এই নিয়ম অনুযায়ী চেক বা ঋণ গাড়ি নেওয়ার পর চেক যদি বাউন্স হয়ে যায় তাহলে জেল হয়ে যাবে।

মজার ব্যাপার হচ্ছে কিছু লোক এই আইনটিকে মজা বানিয়ে রেখেছে। কয়েকজন জাল চেক দিয়ে গাড়ি কিনে ঘোরার পর যখন চেক বাউন্স হয়ে যায় তথন এই গাড়িগুলিকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। একটি বিল্ডিং পার্কিং থেকে 3.5 কোটি টাকার গাড়ি পাওয়া গেছে।

 

Advertisement


  • Advertisement