Advertisement

এই মেয়েটি নিজের অদ্ভুত ফটোর জন্য বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে

author image
12:25 pm 8 Aug, 2017

Advertisement

বহুবার অনেকে তাদের অদ্ভুত আচরণের জন্য ইন্টারনেটে বেশ জনপ্রিয়তা লাভ করে। জাপানের অফবীট ফটোগ্রাফার ইজোমী মিযিযেজ়াকীর সাথে ঠিক এইরকম হয়েছে। তার ফটোকে সিএনএন, টাইমস ও বিবিসির প্রতিষ্ঠিত সংবাদসংস্হা ফিচার করেছে।

ইজোমী মিযিযেজ়াকীর সমস্ত ফটো সেল্ফ প্রোট্রেট।

ইজোমী বলেছেন, এটা জরুরী নয় যে ফটোতে দেখানো ভাবনাকে সংপৃক্ত হতে হবে।

তাঁর ফটোগুলির বৈশিষ্ট্য হলো যে তিনি এখানে নিজে ফটোগ্রাফার এবং মডেল উভয়েই।

স্টুডিওতে এই ফোটোগুলিতে স্পেশাল এফেক্ট দেওয়া হয়।


Advertisement

ইজোমী মিযিযেজ়াকীর বয়স কত সে সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। সেই কারণে তার ওপর লেখা সমস্ত নিবন্ধে তার বয়স ভিন্ন ভিন্ন বলা হয়েছে। অনেকের মতে তার বয়স 20 বছর আবার অনেকের মতে 22।

নিজের অদ্ভুত ফটোর জন্য বিশ্বে জনপ্রিয় ইজোমী বলেছেন, যখন তিনি কোনও ফটো তোলেন তখন তার মনে কোনও বিশেষ বার্তা থাকে না।

যে ফটো দেখছে তার ওপর নির্ভর করছে যে সে কি ভাববে এই ফটোকে দেখে।

মিযিযেজ়াকীর তোলা ফটোর এক্সিবিশন লগ্জসবর্গের ওয়াইল্ড প্রোজেক্ট গ্যালারীতে 2016 সালে হয়েছিল।

Advertisement


  • Advertisement