Advertisement

ভিডিওতে কলা খাওয়া দেখানোর জন্য গ্রেফতার করো হলো এই মেয়েটিকে

author image
11:16 am 27 Nov, 2017

Advertisement

উন্নত দেশগুলি ছাড়া প্রায় সব দেশে রয়েছে নৈতিক পুলিশ ব্যবস্হা। ইসলামিক দেশগুলোর ক্ষেত্রে নৈতিক পুলিশ আরও বেশি। এমনই একটি ঘটনা ঘটেছে মিশরে।

মিশরের একজন পপ গায়িকা গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করার কারণ হলো ভিডিওতে কলা ও অন্যান্য ফল খেতে দেখে যাচ্ছে। সেই গায়িকার কলা খাওয়ার পদ্ধতি সেখানের প্রশাশনের পছন্দ হয়েনি এবং সেই কারণে এই গায়কিকে গ্রেফতার করা হয়েছে। তিন বছরের বেশি করাগারের নির্দেশ দেওয়া হয়েছে।

এই পপ গায়িকার নাম হলো শায়মা আহমেদ।

প্রশাশনের শায়মার কলা খাওয়ার পদ্ধতি এতটাই অশ্লীল লেগেছে যে তার পারফর্ম করাও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কলা এবং আপেল খাওয়ার পদ্ধতিকে উত্তেজক বলে মনে করা হয়েছে।

21 বছরের শায়মা ক্ষমা চেয়েছেন। এই সত্ত্বেও, তার সমস্যা শেষ হয়েনি। তার ভিডিওটি YouTube থেকে সরানো হয়েছে।

YouTube থেকে সরিয়ে নেওয়া হলেও এখনও সোশ্যাল মিডিয়া রয়েছে এই ভিডিও।

আপনি এই ভিডিও দেখে বলুন শায়মার ওপর এত বড় পদক্ষেপ নেওয়া কি উচিত ছিল?

 


Advertisement

Shyma – Andy Zoroof – شيما – عندي ظروف

Shyma – Andy Zoroof – شيما – عندي ظروف

Posted by ‎إعترافات خاصة جدا‎ on 18 ನವೆಂಬರ್ 2017

Advertisement


  • Advertisement