Advertisement

পাতাললোক পর্যন্ত যাওয়ার গুহা, ভেতরে রয়েছে শিবলিঙ্গ

author image
1:16 pm 13 Jul, 2017

Advertisement

আজ আমরা আপনাদের এমন একটি গুহার সমপর্কে বলতে যাচ্ছি যেটা নিজের মধ্যে একটি রহস্য। এই গুহাটি লোকেদের কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছে। দেরাদুনের তুনী তহশীলের দুর্গম স্হানে অবস্হিত গোরছা গ্রাম থেকে দুই কিলোমিটার দূরে জঙ্গলে রয়েছে একটি প্রাচীন গুহা। যেটাকে পান্ডবদের সময়কালের বলে মনে করা হচ্ছে।

15 থেকে 20 ফুট উঁচু এই গুহার ভেতরে রয়েছে শিবলিঙ্গ। শিবলিঙ্গের ওপর পড়ছে জল এবং গুহার দেওয়ালে চিত্রিত দেব-দেবীর চিত্র মানুষের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

cave

এই গুহার গোপনীয়তা সম্পর্কে জানতে গ্রামবাসীরা গুহার ভেতরে সাত কিলোমিটার পর্যন্ত যান, কিন্তু তারা সেখানে গুহার অন্তিম স্হান দেখতে পান না। আস্হার কেন্দ্র এই গুহার ভেতরে গ্রামবাসীরা পূজো করতে আসেন।


Advertisement

cave

জঙ্গলে অবস্হিত এই গুহাটির সম্পর্কে গ্রামবাসীরা তখন জানতে পারেন যখন একজন মেষপালক পাইন, দেবদারু গাছ খুঁজতে গভীর জঙ্গলের ভেতরে যায়। তখন তিনি এই প্রাচীন গুহা দেখতে পান। এরপর তিনি গ্রামবাসীদের খবর দেন।

cave

Advertisement


  • Advertisement