Advertisement

সমু্দের তলায় অবস্হিত এই মিউজিয়ামে অক্সিজেন মাস্ক পড়ে যেতে হয়

author image
1:32 pm 15 Jul, 2017

Advertisement

শিরোনাম পড়ার পর আপনাদের নিশ্চই এই কথায় বিশ্বাস হচ্ছে না। কিন্তু এটাই সত্যি। ইউরোপের এই মিউজিয়াম রয়েছে সমুদ্রের তলায়।

প্রশান্ত মহাসাগরের তলায় অবস্হিত এই মিউজিয়ামটি হলো বিশ্বের প্রথম আন্ডারওয়াটার মিউজিয়াম।

এখানে সবাইকে অক্সিজেন মাস্ক পড়ে যেতে হয়।

এই মিউজিয়ামটিকে সমুদ্রেপৃষ্ঠে খুব সুন্দরভাবে নির্মাণ করা হযেছে।

এই মিউজিয়াম তৈরি করার জন্য ব্রিটিশ শিল্পী জেসন ডিকোর্সকে কৃতিত্ব দেওয়া হয়েছে।

তাঁর তৈরি মূর্তিগুলি দেখলে মনে হবে যেন তারা জীবন্ত।

এই মূর্তিগুলিকে দেখলে মনে হবে তারা যেন এথনই কথা বলে উঠবে।

এই মিউজিয়ামের নাম রাখা হয়েছে মিউজেও আটলান্টিকো।


Advertisement

এখানে প্রায় 400 সুন্দর মূর্তি রয়েছে, যেগুলি খুবই সুন্দর।

এই মূর্তিগুলি সমুদ্রের তলায় এমনভাবে রয়েছে যেন মনে হচ্ছে তারা যেন জমিতে দাঁড়িয়ে আছে।

এখানে উদ্বাস্তুদের সঙ্কটের চিত্রটি খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

এই মূর্তিগুলিতে দৈনন্দিন জীবনের চিত্রও ফুটে উঠেছে।

ব্রিটিশ শিল্পী টেইলর এই ধরনের প্রয়োগ বহু জায়গায় করেছেন।

মক্সিকো বাহামা ও লন্ডনে থেমস নদীতে এই ধরনের প্রয়োগ করা হয়েছে।

ইমেজ সোর্স: Bored Panda

Advertisement


  • Advertisement