সাফল্যের সঙ্গে প্রথম ভারতে তৈরি স্পেস শাটল উত্ক্ষেপণ করল ভারত। সোমবার সকাল ৭টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উত্ক্ষেপণ করা হয় প্রথম ভারতে তৈরি স্পেস শাটল (RLV)। প্রাথমিক ভাবে তৈরিতে খরচ হয়েছে ৯৫ কোটি টাকা।
উত্ক্ষেপণের ২০ মিনিট পর সতীশ ধবন স্পেস সেন্টার থেকে ঘোষণা করা হয় ভারতের এই উত্ক্ষেপণ সফল হয়েছে। এর ওজনটি হচ্ছে ১.৭৫ টন ও লম্বা ৬.৫ মিটার।
মহাকাশে ভারতের স্যটেলাইট পাঠানোর খরচ কমাতে এই স্পেস শাটল উত্ক্ষেপণ দেশের মহাকাশ বিজ্ঞানীদের প্রাথমিক ধাপ।