Advertisement

আইএস হুমকি পোস্টারে মেসির ছবি, বাঁ চোখ দিয়ে ঝরছে রক্ত

author image
1:07 pm 27 Oct, 2017

Advertisement

কুখ্যাত আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট সমর্থিত ওয়াফা মিডিয়া ফাউন্ডেশনের পোস্টারে গরাদের মধ্যে মেসির মুখ। বাঁ চোখ দিয়ে ঝরছে রক্ত। ইসলামিক স্টেট মেসির একটি পোস্টার প্রকাশ করেছে। যার মধ্যে দেখানো হয়েছে ফুটবলারকে কারাগারের পিছনে বন্ধ করে রাখা হয়েছে।

Twitter

এই পোস্টারের মাধ্যমে, আইএস 2018 সালে ফিফা বিশ্বকাপে হামলার হুমকি দিয়েছে। এবার এই খেলার আয়োজন করছে রাশিয়া। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে রাশিয়ার 11 টি শহরে 14 জুন থেকে 15 জুলাই ওবদি। ফাইনাল ম্যাচটি হবে মস্কোতে।


Advertisement

আতঙ্ক ছড়াতে মেসির পোস্টার ব্যবহার করা হয়েছে। ওয়াফা মিডিয়া ফাউন্ডেশনের নতুন পোস্টার বেশ শোরগোল ফেলে দিয়েছে। এই পোস্টারে সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল লিওনেল মেসির ছবি।

এই পোষ্টারে রয়েছে ইংরেজি এবং আরবি ভাষায় হুমকি বার্তা।

মনে করা হচ্ছে যে পোস্টারের মাধ্যমে আতঙ্ক ছড়াতে চাইছে। ইরাক ও সিরিয়াতে ইসলামিক স্টেটের সন্ত্রাসীদের উপর রাশিয়া প্রচণ্ডভাবে হামলা করেছে। এর ফলে ইসলামী স্টেটের ব্যাপক ক্ষতি হয়েছে। এই কারণ ইরাক থেকে এই সংস্থাটি নির্মূল করা হয়েছে। অন্যদিকে সিরিয়া থেকে এদের সরানোর চেষ্টা করা হচ্ছে। বর্তমানে, এই সংস্থা লিবিয়া এবং সিরিয়া রয়েছে।

Advertisement


  • Advertisement