Advertisement

মন্দিরে ঘন্টার বাঁজানোর পেছনের কারণগুলি কি জানুন

author image
12:40 pm 24 Jul, 2017

Advertisement

আমরা যখনই মন্দিরে যাই তখন সেখানে ঝোলানো ঘন্টা বাজাতে থাকি। এটার কারণ হলো আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক। হিন্দু ধর্মে বিশ্বাস অনুযায়ী যে স্হান থেকে নিয়মিত ঘন্টার আওয়াজ আসে সেখানে অশুভ শক্তির প্রভাব থাকে না। পাশাপাশি সমৃদ্ধির দরজা খুলে যায়।

Wikimedia Commons

স্কন্দ পুরাণে অনুযায়ী মন্দিরে ঘন্টা বাঁজালে মানুষের শত জন্মের পাপের অবসান ঘটে।

Wikimedia Commons

ভারতীয় ধর্মবিশ্বাস অনুযায়ী, যখন সৃষ্টির আরম্ভ হয় তখন সে সঙ্গীত প্রতিধ্বনিত হয়েছিল, সেই আওয়াজটি ঘন্টা বাঁজানোর ফলে আসে। ঘন্টা সেই শব্দের প্রতীক সেই আওয়াজ ওম শব্দের উচ্চারণে আসে।

Wikimedia Commons


Advertisement

বিশ্বাস করা হয় যে ঘন্টা বাঁজালে ঈশ্বরের নিদ্রাভঙ্গ হয়। মন্দিরে স্হাপিত ঈশ্বরের মূর্তিতে চেতনা উদ্বুদ্ধ হয়। ঘন্টা বাঁজানোর পর মন্দিরে উপাসনা করলে সেটা আরও ফলপ্রসূ হয়।

সেই কারণে ঘন্টা মন্দিরের প্রবেশের সময় থাকে।

Wikimedia Commons

ঘন্টা বাঁজানোর ফলে মস্তিষ্ক আধ্যাত্মিকতার দিকে যায়। ঘন্টাধ্বনি মস্তিষ্ককে শান্ত করে। সেই কারণে মন্দিরে উপাসনার সময় একটি বিশেষ সুর সঙ্গে ঘন্টা বাঁজানো হয়।

Advertisement


  • Advertisement