Advertisement

সমু্দ্রে ভাসমান ‘ভুতুড়ে জাহাজ’, ভেতরের দৃশ্য ঠিক এইধরনের

author image
11:56 am 30 Oct, 2017

Advertisement

রোমানিয়ায় ব্ল্যাক সি-রএকটি ভুতুড়ে জাহাজ এখন আলোচনার বিষয়। বলা হয় যে বহু বছর আগে ডুবে যাওয়া এই জাহাজ হঠাত্ একদিন সমুদ্রের ওপর ভেঁসে ওঠে এবং এটি অভিশপ্ত। সম্প্রতি, কাইকিং (নৌযাত্রী জাতি) অনুশীলনকারী একটি মেয়ে এই ভুতুড়ে জাহাজের ভিতরে যায়।

বোর্ট রেস করার সময় মেয়েটি যখন জাহাজটির ভেতর যায় তখন তার হেলমেটে লাগানো ক্যামেরায় সবকিছু বন্দী হয়ে যায়। ভেতরের দৃশ্যটি ভয়াবহ চলচ্চিত্রের সেটের অনুরূপ। ইঞ্জিনের অংশগুলি আগের মতো অবস্হায় রয়েছে। বহু বছর থেকে ডুবে থাকার পরও ইঞ্জিনে কোন বিশেষ ক্ষতি হয়নি। কিন্তু জাহাজের বাইরের অংশটি সম্পূর্ণরূপে জীর্ণ।


Advertisement

রিপোর্ট অনুযায়ী, ভুতুড়ে এই জাহাজের ব্যবহার ব্রিটিশ সামরিক বাহিনী যুদ্ধের সামগ্রী সরবরাহের জন্য করত। জাহাজটির নাম ছিল এম্পাইঅর। 7335 টন ওজনের এই জাহাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল।

26 বছর ধরে কাজ করার পর, এই জাহাজটি ব্ল্যাক সি-তে ছেড়ে দেওয়া হয়। তখন থেকে এই জাহাজটি ভুতুড়ে জাহাজ নাম পরিচিত এবং এর সম্পর্কে বিভিন্ন ধরনের গুজবও ছড়াতে থাকে।

Advertisement


  • Advertisement