Advertisement

সাড়ে ছয় কোটি টাকায় বিক্রি হওয়া এই বাড়িটির মধ্যে রয়েছে মারাত্মক ভুল

author image
5:07 pm 21 Aug, 2017

Advertisement

সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে 4 বেডরুম এবং দুটি বাথরুমের একটি বাড়ি সাড়ে ছয় কোটি টাকায় বিক্রি হয়েছে। এই বাড়িটি দেখতে বিলাসবহুল। বাড়িতে একটি বড় হল ছাড়া রয়েছে সুইমিং পুল। এই বাড়িটির ছবি ভাইরাল হওয়ার পর সকলের চোখ একটি জিনিসের ওপর গিয়ে আটকে যায়।


Advertisement

এই বছর এপ্রিল মাসে এই বাড়িটি সাড়ে ছয় কোটি টাকায় বিক্রি করা হয়েছে। বাড়িটি আধুনিক জিনিসপত্র এবং সুযোগ সুবিধা দিয়ে সাজানো হয়েছে। যখন এই বাড়ির ছবি Reddit শেয়ার করা হয় তখন সবার নজর এই বাড়িটির মাস্টার বেডরুমের ওপর পড়ে। রুমের একটি বৃহৎ ভুলের ওপর সকলের নজর পড়ে। এই ভুলের জন্য সুন্দর বাড়িটিকে নিজে মজা করা হচ্ছে। আপনি কি দেখতে পেয়েছেন সেই ভুলটি।

বস্তুত, এই বাড়িটির একটি বেডরুমের বিছানার থেকে একটু দূরে রয়েছে মলত্যাগ করার জায়গা অর্থাতে্ আপনাকে আর বাথরুমে যেতে হবে না। এরপর সকলেই এই বিলাশবহুল বাড়িটিকে নিয়ে মজা করতে শুরু করে।

Advertisement


  • Advertisement