Advertisement

ভিডিও: এই ব্যক্তি আলু-পেঁয়াজ দিয়ে উৎপন্ন করলেন বিদ্যুৎ, চালিয়ে দিলেন পাখা

author image
4:35 pm 19 Mar, 2018

Advertisement

এই পৃথিবীতে অদ্ভুত ধরনের লোক আছে এবং তাদের মধ্যে রয়েছে অদ্ভুত প্রতিভা। বিজ্ঞানীদের কোন অভাব নেই। অভাব আছে সুযোগের। একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে এক- ব্যক্তি আলু -পেঁয়াজ দিয়ে পাখা চালাচ্ছে।

ইনি হলেন সেই মহান ব্যক্তি যিনি আলু -পেঁয়াজের ভিন্ন রকমের ব্যবহার দেখিয়েছেন।

ভিডিওতে, এই ব্যক্তি দাবি করেছে যে আলু-পেঁয়াজ দিয়ে শুধুমাত্র রান্না করা যায় না বিদ্যুৎ উৎপাদনও করা সম্ভব। তিনি পাখা চলিয়েও দেখিয়ে দেন। আসন্ন গ্রীষ্মকালের আগেই সকলেই পর্যাপ্ত ব্যবস্হা নিতে প্রস্তুত। ভিডিওটি ভাইরাল হচ্ছে।

telegraphindia.com


Advertisement

বালুচিস্তানের এই ব্যক্তি পাখার সাথে 4 টি আলু এবং 2 পেঁয়াজকে ডিসি ডিভাইসের তারের সাথে যুক্ত করে পাখা চালিয়েছে। ভিডিওটির বাস্তবতা কি, সেটা সেই জানে, কিন্তু বিবেক বলে যে এটা কীভাবে সম্ভব!

এ ব্যাপারে কোন সন্দেহ নেই যে, আপনারাও ভাবছেন সবজি থেকে বিদ্যুৎ উৎপন্ন, আমরা কী খাবো? সবজির দাম আকাশ ছোঁয়া যদি বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাহলে খাবারের কি হবে?

এটা আমরা বলতে পারবো না যে এটা কিভাবে সম্ভব হয়েছে। এই ভিডিওটি দেখে আপনি ঠিক করুন।

Advertisement


  • Advertisement