Advertisement

আপনি কি জানেন বলিউডের এই সুপারস্টারদের প্রকৃত নাম?

author image
12:41 pm 10 Nov, 2017

Advertisement

সিনেমাতে দক্ষ অভিনয়ের মাধ্যমে বলিউড সুপারস্টাররা সকলের হৃদয় জয় করেছেন। বলিউড সুপারস্টাররা আজ নিশ্চয়ই সফল সিনেমার চাবি হয়ে গেছেন। কিন্তু আপনি কি জানেন সিনেমায় আসার আগে তাঁদের আসল নাম পরিবর্তন করেছেন। নিচে দেওয়া হলো কিছু বলিউডের সুপারস্টারের তালিকা। যারা সিনেমায় আসার আগে তাঁদের নাম পরিবর্তন করেছেন।

1. দিলীপ কুমার

বলিউডের সেরা অভিনেতা দিলীপ কুমারের প্রকৃত নাম ইউসুফ খান।

2. মধুবালা

ভারতীয় সিনেমার দুনিয়া 70 দশকের সুন্দর নায়িকাদের মধ্যে একজন মধুবালা। তাঁর প্রকৃত নাম মমতাজ জাহান দেহাল।

3. রাজেশ খান্না

বলিউড এর প্রথম সুপারস্টার রাজেশ খান্না এর আসল নাম ছিল জতীন খান্না।

4. জিতেন্দ্র

ভারতীয় সিনেমার 70 থেকে 80 দশকের শ্রেষ্ঠ অভিনেতা, জিতেন্দ্রের প্রকৃত নাম রবি কাপুর।

5. অমিতাভ বচ্চন


Advertisement

শতাব্দীর মহান অভিনেতা অমিতাভ বচ্চনের প্রকৃত নাম ইনক্লাব শ্রীবাস্তব।

6. রজনীকান্ত

দক্ষিণ ভারতের সবচেয়ে সফল অভিনেতা রজনীকান্তের প্রকৃত নাম শিবাজী রাও গায়কওয়ার।

7. আমির খান

বলিউড অভিনেতা আমির খানের প্রকৃত নাম মোহাম্মদ আমির হুসেন খান।

8. সালমান খান

বলিউডের দাবাং সালমান খানের প্রকৃত নাম আব্দুল রশিদ সলিম সালমান খান।

9. অজয় ​​দেবগন

বলিউডের ‘সিংহম’ অজয় ​​দেবগনের আসল নাম বিশাল ভিরু দেবগন।

10. জন আব্রাহাম

বলিউডের দেশি বয় জন আব্রাহামের প্রকৃত নাম ফারহান আব্রাহাম।

Advertisement


  • Advertisement