Advertisement

অপনি কি জানেন গুরমিত রাম রহিম ডেরাতে জারি করেছে তার নিজস্ব মুদ্রা?

author image
1:35 pm 29 Aug, 2017

Advertisement

ডেরা সাচা সওদা সংগঠনের প্রধান গুরমিত রাম রহিম সিং-এর সম্বন্ধে আরেকটি বিষয়ে প্রকাশ্যে এলো। রাম রহিম ডেরার সাহায্যে একটি সমান্তরাল ব্যবস্থা বজায় রাখছিলেন। এই ব্যবস্থায় ভারতীয় সরকারের কোনও শাসন ছিল না, এখানে বাবা রাম রহিমের শাসন চলতো।


Advertisement

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রাম রহিমের সাম্রাজ্যে ক্রয় এবং লেনদেনের জন্য ছিল পৃথক মুদ্রা। ডেরাতে বাবা রাম রহিমের অনুসারীরা যে সমস্ত দোকানের সঞ্চালন করতেন তারা গ্রাহকদের খুচরো পয়সা দেওয়ার জন্য বিশেষ ধরনের মুদ্রার ব্যবহার করতেন। গ্রাহকরা ভারতীয় মুদ্রায় খুচরো দিতে না পারলে তাহলে দোকানদার তার পরিবর্তে পাঁচ এবং দশ টাকার প্লাস্টিকের কয়েন দিতো। এই কয়েনের ব্যবহার সেখানেরই দোকানের পণ্য কেনার জন্য ব্যবহার করা হতো।

এই মুদ্রাগুলির মধ্যে লেখা থাকতো ‘ধন ধন সতগুড়ু তেরা হি আসারা, ডেরা সাচা সওদা সিরসা’। এই মুদ্রাগুলি বিভিন্ন রঙের কোডের হতো।

Sach coin quickr

তবে এই ধরনের মুদ্রার প্রচলন করা অবৈধ এবং দন্ডনীয় অপরাধ।

Advertisement


  • Advertisement