Advertisement

ইবে থেকে কেনা এই পুতুলটি রহস্যময়, বাড়ির মালিককে শারীরিকভাবে আঘাত করেছে

author image
1:58 pm 5 Aug, 2017

Advertisement

যদি আপনাকে কেউ বলে যে আপনার কাছে যে পুতুলটি রয়েছে সেটা খুবই ভয়ঙ্কর তাহলে আপনি কি সেটা মানবেন, না তো ? কারণ শৈশব থেকেই পুতুল আমাদের কাছে একটি খুব প্রিয় খেলনা। কিন্তু সব পুতুলই খেলনা নয়। কয়েকটা ভীতিকরও হয়। কিন্তু এই কথাটি আমরা বলছি না। 54 বছরের পল হলেন এর জীবন্ত প্রমাণ।

54 বছরের পলের বাড়িতে যে পুতুলটি এসেছে সেটা তাকে শারীরিকভাবে আঘাত করেছে। প্রমাণস্বরূপ পল তার হাতে আঘাতের চিহ্নও দেখিয়েছে। এই পুতুলটি এতটাই ভয়ঙ্কর যে সে নিজে ফায়ার অ্যালার্ম সেট করে, নিজের গলার হার নিজেই খুলে দেয়।


Advertisement

পল স্টীর বলেছেন, ‘তার ছেলে এই পুতুলটি eBay থেকে 866 পাউন্ডে কিনেছিল। সুন্দর দেখতে এই পুতুলটির মধ্যে অদ্ভুত কিছু রয়েছে।’

দক্ষিণ ইয়োর্কসের রোথারহামের বাসিন্দা লি স্টীর বলেছেন, ‘সকালবেলায় যখন তার বাবা সিড়ি থেকে নামছিল তখন তিনি একটি অদ্ভুত আওয়াজ শুনতে পান। পরে জানা যায় পুতুলটি তার নাক কাটের ওপর রগড়াছিল। কিন্তু আশ্চর্যের বিষয়টি হলো পুতুলটিকে ভালো করে প্যাক করে রাখা হয়েছিল।’

এর পেছেনের আসল কারণটি পুরো তদন্তের পরই জানা যাবে। এই ঘটনাটি যতটা ভয়ঙ্কর ততটাই আকর্ষণীয়।

Advertisement


  • Advertisement