Advertisement

রাস্তার ধারে পড়ে থাকা এই বাক্সটি খোলার পর যেটা পাওয়া গেলো সেটা অবিশ্বাস্য

author image
3:46 pm 28 Jul, 2017

Advertisement

গ্রীসে আরাগন নামের এক কুকুর তার মালিকের সাথে বাড়ির সামনে ঘুরছিল। এরপর সে অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং নিজের মালিককে টানতে টানতে রাস্তায় নিয়ে যায়। সেখানে একটি বক্স পড়েছিল। বাক্সটি যখন খোলা হয় তার মধ্যে ছিল চারটি বিড়াল।


Advertisement

একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিদিনের মত আরাগনের তার মালিকের সঙ্গে হাঁটার জন্য বাড়ি থেক বেরোয়ে। কিছুটা পথ যেতেই সে অদ্ভুত আচরণ করতে শুরু করে। প্রথমে তার মালিক বুঝতে পারেনি যে সে এই রকম আচরণ কেন করছে। সে তার মালিককে টানতে টানতে রাস্তায় নিয়ে যায়। তার মালিক তাকে আটকানোরও চেষ্টা করে। কিন্তু সে ক্রমাগত তার মালিককে এক দিকে টেনে নিয়ে যেতে থাকে।

কিছুটা যাওয়ার পর রাস্তার ধারে একটি বাক্স পড়ে থাকতে দেখা যায়। আরাগনের মালিক যখন ওই বক্সটি খোলেন তখন তার মধ্যে ছিল চারটি জ্যান্ত বিড়াল। তিনি সেই বিড়ালগুলিকে সেখান থেকে বের করে কেয়ার হোমে নিয়ে যান। এরপর সেখান থেকে বিভিন্ন জন সেই বিড়ালগুলিকে দত্তক নেয়। এরপর আরাগন এলাকার নায়ক হয়ে গেছে। সকলে তার প্রশংসা করছে।

Advertisement


  • Advertisement