Advertisement

দীপিকা পাডুকোনের মুখে এমন কি হলো, মেকআপেও লুকানো সম্ভব হয়েনি

author image
3:31 pm 13 Mar, 2018

Advertisement

শেষবার দীপিকা পাডুকোন এবং রণবীর সিংকে একসাথে সঞ্জয় লীলা ভানসালির ‘পদ্মাবত’ সিনেমায় দেখা গেছে। দীপিকা এবং রণবীর বলিউডের সবচেয়ে আলোচিত জুটি। বহুবার দুজনে ইশারায় তাদের প্রেম প্রকাশ করেছেন। বহু ইভেন্টে তাদের একসাথে দেখা গেছে।

সম্প্রতি তারা 2018 সালের ‘হ্যালো হল অফ ফেম অ্যাওয়ার্ডে’ উপস্হিত ছিলেন। দীপিকা ডিজাইনার ফালগুনির সাদা রঙের পিকক ফ্লোর লেন্থ গাউন পড়েছিলেন।

এই ফাংশনে দুজনে অনেক রকম পোজ দিয়েছিলেন। এই ছবিতে রণবীর তাঁর হাঁটুর ওপর বসে দীপিকার কোমর ধরে আছেন।


Advertisement

আরেকটি ছবিতে রণবীর মাটিতে বসে আছেন এবং দীপিকা হাঁসছেন।

কিন্তু এই অনুষ্ঠানের সময এমন কিছু হয় যার কারণে দীপিকা শিরোনামে রয়েছেন। যখন দীপিকার ক্যামেরার সামনে ছিলেন ছবিতে তাঁর লাভ বাইট পরিষ্কার বোঝা যাচ্ছিল।

ঠোঁটের কাছে লাভ বাইট লুকিয়ে রাখা দীপিকার পক্ষে সম্ভব ছিল না। লুকানোর পরেও সবার নজর সেই দিকে পড়ে।

Advertisement


  • Advertisement