Advertisement

ধোনির কাছে রয়েছে এই 9 পাওয়ারফুল বাইক, যেটা আপনি কখনও দেখেননি

author image
4:20 pm 24 Nov, 2017

Advertisement

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ধোনির হেলিকপ্টার শট জনপ্রিয়। তারসাথে বাইকের প্রতি তাঁর প্রেমও কাউর কাছে অজানা নয়। ধোনির রাঁচির বাড়িতে রয়েছে বাইকের বিশাল সংগ্রহ। এই বাইকগুলির মূল্য বিলাসবহুর গাড়ির থেকে কম নয়।

1. ধোনির প্রথম বাইক। রাজদূত।

এই রাজদূত দেখে আপনি বুঝতে পারছেন বাইকের প্রতি ধোনির ভালোবাসা কতটা। যখন তিনি ক্রিকেটের জন্য সংঘর্ষ করছিলেন তখন তাঁর সঙ্গী ছিল এই রাজদূত। ধোনির প্রথম ভালোবাসা বলা যেতে পারে।

2. ইয়ামাহা RX 100

ধোনির কাছে এই বাইক বিশেষ। ভারতীয় বাজারে এই বাইক বেশি না চললেও ধোনির কাছে রয়েছে এই বাইক।

3. ইয়ামাহা থান্ডকার্যাট

এই বাইকটি হলো স্পোর্টস বাইক। যেটা ধোনি কিনেছেন। 600cc বাইক বিক্রির জন্য ভারত আসেনি। তাই ধোনি জাপান থেকে এই বাইক আনিয়েছিলেন।

4. কাওয়াসাকি ZX14R নিনজা

বিশ্বের সেরা বাইকের মধ্যে একটি।

5. কাওয়াসাকী H2R

এই বাইকটি কেবল মাত্র 2.4 সেকেন্ডের মধ্যে 0-100 কিমি যেতে পারে। ভারতের দ্রুততম বাইক ধোনির কাছে দুটি সংস্করণ আছে। বাইকের মূল্য 29 লক্ষ টাকা।

6. নর্টন জুবিলি 250

This norton is almost ready for me,thanks to my friend

A post shared by @mahi7781 on


Advertisement

ধোনি ইন্টারগ্রামে এই বাইকের ছবি শেয়ার করেছিলেন। এখন এই বাইকটি ধোনি পরিবারের নতুন সদস্য।

7. হারলে ডেভিডসন ফ্যাট বয়

A post shared by @mahi7781 on

নীল রঙের এই মেশিন ধোনির গ্যারেজের শোভা বাড়ায়। এই বাইকটির দাম ভারতে 15.5 লক্ষ থেকে শুরু।

8. কনফেডারেট X132 হেলক্যাট

এই বাইকটি কাউকে পাগল করতে পারে 2200cc ভি-টুইন ইঞ্জিনের সাথে আসে। বিশেষ বিষয়টি হলো এই বাইকটি লিমিটেড এডিশন।

9. BSA গোল্ডস্টার

এটি ব্রিটিশ বাইক 500cc সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ইঞ্জিন আছে।

ধোনির বাইকের প্রতি ভালোবাস এমন মার্কেটে বিশেষ বাইক রয়েছে। তাঁর কাছে সীমিত সংস্করণ হলেও তাঁর কাছে রয়েছে।

Advertisement


  • Advertisement