Advertisement

বিপাকে ইন্টারনেট ব্যঙ্গশিল্পী তন্ময় ভট্ট, তদন্ত শুরু

author image
10:42 am 31 May, 2016

Advertisement

ইন্টারনেট ব্যঙ্গশিল্পী তন্ময় ভট্ট লতা মঙ্গেশকর এবং সচিন তেন্ডুলকরকে নিয়ে মশ্করা করে বিপাকে পডেছেন। পুলিশি তদন্তও শুরু হয়েছে। এর সাথে চলছে নেতাদের হুমকি ও বলিউডের নিন্দা।

তন্ময়ের এই বিডিওটি বায়রাল হয়ে যায়। বিডিওটি তে তিনি নিজেই সচিন এবং লতার ‘মেক আপ’ নিয়ে এবং তাঁদের কণ্ঠস্বর নকল করে দুই তারকার কাল্পনিক কথোপকথন করেছেন তন্ময়।

‘সচিন ভার্সাস লতা সিভিল ওয়ার’ নামে ওই ভিডিওটি গত বৃহস্পতিবার প্রকাশ্যে আসার পর থেকেই উঠেছে সমালোচনার ঝড়। মুম্বই পুলিশ ওই ভিডিও তুলে নেওয়ার জন্য ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।


Advertisement

শিবসেনা, মহারাষ্ট্রীয় নবনির্মাণ সেনা (এমএনএস) এবং বিজেপি দেশের দুই বিশিষ্টতম ব্যক্তিত্বকে অপমান করার অভিযোগে তন্ময়ের নিন্দা করেছে।

শিবসেনা নেত্রী নীলম গোরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসকে চিঠি লিখেছেন। এই চিঠিতে ওই কমেডিয়ানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানন হয়েছে।

ইতি মধ্য জানান হয়েছে যে তন্ময় এবং তাঁর ইন্টারনেট ব্যঙ্গশিল্পী গোষ্ঠী ‘এআইবি’ সম্পর্কে তদন্ত শুরু করা হয়েছে।

Advertisement


  • Advertisement