Advertisement

বলিউডের এই 8 টি দৃশ্য আমাদের কাছে পৌছানোর আগে ঠিক এইরকম দেখায়

author image
4:30 pm 4 Sep, 2017

Advertisement

আমরা যত আধুনিকতার দিকে এগোচ্ছি তত আমাদের চারপাশের পরিবেশেও পরিবর্তন হচ্ছে। তাহলে বলিউডের কথা বলা যাক একসময়ে ‘বাহুবলী’ এবং ‘রা ওয়ান’ এর মতো সিনেমা তৈরি করা কথা পরিচালক ভাবতেন না। কিন্তু আজ প্রযুক্তি এটা সম্ভব করেছে। এখন বলিউড চলচ্চিত্রে অভিনয় এবং বিজ্ঞানের ফিকশন নিজের জায়গা তৈরি করেছে। সেই কারণে আজ বলিউড প্রযোজকদের জন্য কিছুই অসম্ভব নয়। এখন কল্পিত চিন্তাভাবনাকে পরিচালকরা টেকনিকের মাধ্যমে দেখাচ্ছেন। কয়েকটি বলিউড সিনেমা এভাবে তৈরি হয় যেটা সাধারণত দেখা যায় না।

1. ট্রেনের এই চমত্কার দৃশ্যটি ‘ওয়ান্স আপোন এ টাইম ইন মুম্বই’ -দৃশ্য।

এই ব্যক্তির মুখের মধ্যে যে ভয় দেখা যাচ্ছে সেটা আসল ট্রেনে ধাক্কা খাওয়ার আগের।

2. ‘হ্যাপি নিউ ইয়ারের‘ এই মজাদার দৃশ্য।

এই সিনটি সনু সুদের কাছে এই কারণে সোজা হয়েছিল।

3. মিলখা সিং ফিনিসিং লাইনে পৌঁছানার যেভাবে লাফান সেটা আসলে ঠিক এই রকম দেখতে ছিল।

সবসময় যেটা দেখা যায় সেটা আসলে হয় না।

4. আপনি কি জানেন, হৃতিক রোশন কিভাবে ফিল্ম ‘গুজারিস’-এ এত ভালোমুভ করতে পেরেছিল?

এর পেছনে রয়েছে কৌশল

5. ‘বাহুবলী’ র এই সিনটি আজও আপনার মনে রয়েছে।


Advertisement

এটা যেভাবে করা হয়েছে সেটাও কম ভীতিজনক নয়!

6. ‘রা ওয়ান’ এই দৃশ্যে আপনি শাহরুখকে গাড়ি হাওয়াতে উড়তে দেখেছেন।

কিন্তু দৃশ্যের জন্য, প্রযুক্তির সঙ্গে অনেক গাড়ি এবং টাকা লেগেছিল।

7. ‘চাঁদনী চক টু চায়না’ চলচ্চিত্রের এই সুন্দর দৃশ্যটি আমাদের অনেকেরই ভালো লেগেছিল।

কিন্তু এই দৃশ্যের চিত্রগ্রহণে অক্ষয় ও দীপিকার সাথে বহুজনকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল।

8. কে বলেছে ভিজুয়াল এফেক্টের ব্যবহার স্টান্টের জন্য করা হয়?

এর পিছনের রহস্য বুঝতে পারলেন!

Image Source: Blogspot

Advertisement


  • Advertisement