Advertisement

ভারতীয ক্রিকেট টিমের কোচ হতে চান ৫৭ জন!

author image
12:16 pm 14 Jun, 2016

Advertisement

ভারতীয ক্রিকেট টিম একটি স্থায়ী কোচ নিয়োগ করতে চলেছে। কিন্তু খবরটি এটি নয়। খবরটি হল যে মোট ৫৭ জন ভারতীয ক্রিকেট টিমের কোচ হতে চাইছেন। এখন পর্যন্ত টিম ইন্ডিয়া ‘টিম ডিরেক্টর’ নামে এক পদ সৃষ্টি করে অস্থায়ী কোচ দিয়েই চালিয়ে নিচ্ছিল। অবশেষে বীসিসিআঈ স্থায়ী কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে।

এই পদটি এতটাই লোভনীয়, যে মোট ৫৭ জন আবেদন করেছেন। কিন্তু আগে এত আবেদন পড়ার খবরও শোনা যায়নি। এটি একটি নতুন কথা।

বীসিসিআঈ ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড। সবচেয়ে অর্থশালী।


Advertisement

আগ্রহীদের তালিকায় রয়েছেন স্টুয়ার্ট ল, ডেভ হোয়াটমোর, ভেঙ্কটেশ প্রসাদ ও বালবিন্দর সিং সান্ধু। ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানান হয়েছে যে ৫৭ জন আছেন এই প্রাথমিক তালিকায়।

৫৭ জনের মধ্যে সাবেক টিম ডিরেক্টর রবি শাস্ত্রী ও বর্তমান নির্বাচক কমিটির প্রধান সন্দীপ পাতিলও আছেন। বলা হয়েছে যে এই ব্যাপারে বোর্ড জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Advertisement


  • Advertisement