Advertisement

পৃখিবীর এই পাঁচটি অংশে দীর্ঘ সময় ধরে থাকে সূর্যের আলো

author image
2:00 pm 26 Jul, 2017

Advertisement

আমরা সকলেই জানি যে সূর্যের চারপাশে ঘোরে পৃথিবী, যার ফলে পৃথিবীতে দিন এবং রাত্রি হয়। কিন্তু পৃথিবীকে এমন কিছু অংশ আছে যেখানে দীর্ঘ সময় ধরে থাকে সূর্যের আলো।


Advertisement

এবার সেই দেশগুলির সম্পর্কে জানুন যেখানে সূর্যের আলো থাকে দীর্ঘ সময় ধরে।

1. নরওয়ে

নরওয়েতে মে-জুলাই মাসের মধ্যে প্রায় 76 দিন সূর্য ডোবে না। নরওয়ে মধ্যরাত্রির দেশ হিসাবে পরিচিত।

2. কানাডা

কানাডার উত্তর-পশ্চিম অংশে গ্রীষ্মকালে 50 দিন পর্যন্ত সূর্য ডোবে না।

3. আইস্ল্যাণ্ড

আইস্ল্যাণ্ড 10 মে থেকে শুরু করে জুলাই মাস পর্যন্ত সূর্যাস্ত হয় না। এটা অনুভব করার জন্য বহু পর্যটক এখানে আসেন।

4. আলাস্কা

আলাস্কাতে মে থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় 1440 ঘন্টা সূর্যাস্ত হয় না। এই স্হানটি সুন্দর হিমবাহের জন্যও পরিচিত।

5. ফিনল্যাণ্ড

ফিনল্যাণ্ডে গ্রীষ্মকালে প্রায় 73 দিন পর্যন্ত সূর্যাস্ত হয় না।

Advertisement


  • Advertisement